করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

February 02 2020, 10:02

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কবার্তার মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কাজ করার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার জন্য হুবেই প্রদেশের উহান শহর যেখান থেকে এই ভাইরাস ছড়িয়েছে তার পার্শ্ববর্তী শহর হুয়াংগাংয়ের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।

হুয়াংগাং শহরের মেয়রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘রোগীদের চিকিৎসা দেয়ার সক্ষমতা এখনও অপর্যাপ্ত রয়েছে এবং প্রতিরোধমূলক পোশাক বা মাস্কের মতো চিকিৎসা সামগ্রীর ঘাটতি রয়েছে’।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আরও ২৫৯০ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩৮০ জনে। সূত্র : ইউএনবি