করোনাভাইরাসের তথ্য গোপন করলে চীনে মৃত্যুদণ্ড
করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিনকে দিন এ সংখ্যা বাড়ছেই। আর এ পরিস্থিতিতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে তথ্য গোপন করে তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে চীনের আদালত। চীনের সংবাদ মাধ্যম বেইজিং ডেইলি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা ডিপির খবরে বলা হয়েছে, কেউ যদি করোনাভাইরাসের উপসর্গ গোপন করে তাহলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। চীনের একটি আদালত এমন নির্দেশনা দিয়েছে। শনিবার চীনের আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাইরাসের তথ্য লুকালে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
স্থানীয় সংবাদপত্র বেইজিং ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে কেউ ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করলে তাকে মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা যাবে। গুরুতর ক্ষেত্রে নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।
এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশনা দিয়েছে। সেখানে জ্বর, কাশি অথবা অন্য কোনো রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ