কটিয়াদীতে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

May 10 2020, 08:54

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে রহিমা খাতুন (৪৭) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী রতন মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) ভোরে উপজেলার মসূয়া-মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।রতন মিয়া ওই এলাকার জমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রতনের সঙ্গে রহিমার মনমালিন্য চলছিলো। এরই জেরে রোববার ভোরে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রহিমাকে হত্যা করে আত্মগোপন করে রতন। স্থানীয়রা খবর পেয়ে রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ঘাতক স্বামী রতনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।