কক্সবাজারে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

March 02 2020, 07:25

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে জাদিমোড়া রোহিঙ্গা শিবির সংলগ্ন জাগিমোরা পাহাড়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল এবং বহুসংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সোমবার ভোরে মুচচি এলাকার জাদিমোড়া পাহাড়ে কুখ্যাত ডাকাত জকিরের সন্ধানের খবরে তিনিসহ র‌্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান। এ সময় পাহাড় থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়।’

সাতটি লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আশপাশের এলাকায় এখনো অভিযান চলছে।