ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে

September 12 2020, 13:31

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থাকার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। চট্টগ্রামের সিনিয়র জেল সুপার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় প্রদীপ কুমার দাশকে আদালতে হাজির করার জন্য আজ শনিবার তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রামে নেওয়া হয়।

সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে।