এবার ‘জয় হিন্দ’ লিখে স্ট্যাটাস ঢাবি শিক্ষকের

January 01 2020, 15:13

ভারতের স্লোগান ‘জয় হিন্দ’ লিখে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

বুধবার (১ জানুয়ারি) এমন স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক মহিউদ্দীন মুন্না।

এদিন দুপুরে শুধু ফেসবুক বন্ধুদের জন্য দেয়া তার স্ট্যাটাসে এই শিক্ষক লিখেন, ‘‘Happy new year! জয় হিন্দ!”

জানা গেছে, ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০১৬ সালে শিক্ষাছুটিতে গেছেন। বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায়ই বিতর্কিত স্ট্যাটাস দেন। তবে ছুটিতে থাকায় এই শিক্ষকের সাথে স্ট্যাটাসের ব্যাখ্যা জানা যায়নি।