এবার আরব আমিরাতে বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত
আরব আমিরাতে করোনাভাইরাসে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সব মিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ জন।
গালফ নিউজ সূত্রে জানা যায়, নতুন দুই রোগীর মধ্যে একজন ৩৪ বছর বয়সী একজন ফিলিপিনো ও অন্যজন বাংলাদেশী।
সম্প্রতি করোনাভাইরাস ধরা পড়েছে এমন এক চীনা রোগীর সরাসরি সংস্পর্শে এসেছিলেন তারা। দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন আমিরাতের চিকিৎসকরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনস বিভাগের প্রধান ডা. ফাতিমা আল-আত্তারকে উদ্ধৃত করে আল-আরাবিয়া লিখেছে, যাদের মধ্যে নতুন করোনাভাইরাস ধরা পড়ছে, তাদের সবাইকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মাফিক চিকিৎসা দেয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের সবাইকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তবে চীনে থাকা বাংলাদেশি বা বাংলাদেশে কারো মধ্যে এ পর্যন্ত নতুন করোনাভাইরাসের সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।
গত বছরের ৩১ ডিসেম্বর চীন প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় দেশটির উহান শহরে করোনাভাইরাসের উপস্থিতির কথা। চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে এ পর্যন্ত ৭৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৩৬০ জন।