‘এটিএম আজহারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে’

November 02 2019, 16:54

‘‘দেশকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করতে এটিএম আজহারুল বিরুদ্ধে এই ফরমায়েশি রায়। এই ট্রাইবুনাল সরকারের বাসনা পূরণে করতে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসি দিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের মনে রাখা উচিত ফাঁসি দিয়ে জেলে পুরে আদর্শবাদী আন্দোলনকে দাবিয়ে রাখা যাবেনা ইনশাআল্লাহ।’’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় বাতিলের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান উপরোক্ত কথা বলেন।

শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা বাইপাস থেকে মিছিলটি শুরু হয়ে বাসন সড়কে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রটারি মো: আফজাল হোসাইনের পরিচালনায় নগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান তার বক্তব্যে আরো বলেন, আদর্শিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা চারিতার্থ করতে রাজনৈতিক উদ্দেশ্যে এই ট্রাইবুনাল গঠন করে। জামায়াত নেতৃবৃন্দ আজ সরকারের প্রতিহিংসার শিকার।

তিনি আরো বলেন, ছাত্র জনতার দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জালিমশাহীর পতন হয়ে জুলুমের অবসান ঘটবে ইনশাআল্লাহ।

তিনি প্রসনের রায় বাতিল এবং এটিএম আজহারুল ইসলামসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবী করেন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নগর সাংঠনিক সেক্রটারি মো: মোশাররফ হোসাইন, জামায়াত নেতা আবু তকি, এখলাছ উদ্দিন, আশরাফ আলী কাজল, মিয়াজ উদ্দিন, তরিকুজ্জামান,সাখাওয়াত হোসাইন ছাত্রনেতা ফখরুল আলম সিফাত, সাকের হোসাইন প্রমুখ।