এক মাস পর কাল খুলছে জাবি

December 04 2019, 13:51

টানা এক মাসের অনির্দিষ্টকালের বন্ধের পর বৃহস্পতিবার থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

আজ বুধবার বিকালে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম চলবে।

এর আগে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টানা আন্দোলন ও অবরোধের মুখে গত ৫ নভেম্বর অর্নিদিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়।

গত ৫ নভেম্বর ভিসির বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে সাংবাদিক ও ৮ শিক্ষকসহ অন্তত ৩৫ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে জরুরী সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।