একটি মহলের শেখ হাসিনার উন্নয়ন পছন্দ হচ্ছে না: আইনমন্ত্রী

February 21 2021, 12:30

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, একটি মহলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পছন্দ হচ্ছে না। তাই তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

আজ রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ।
পরে মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।