একই ওড়নায় বেয়াই-বেয়াইনের ঝুলন্ত লাশ
মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন- বাটাজোড় গ্রামের রামপ্রসাদ প্রামাণিকের স্ত্রী পিংকি (১৯) এবং ঝিনাইদহ সদরের শ্যামল বিশ্বাসের ছেলে সাগর (২২)। সম্পর্কে তারা বেয়াই-বেয়াইন।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে গৃহবধূ পিংকি তার বাবার বাড়ি নড়াইল থেকে শ্বশুরবাড়ি বাটাজোড় গ্রামে আসে। অপরদিকে একই দিনে পিংকির বড় ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয় সাগর বিশ্বাস ঝিনাইদহ থেকে পিংকিদের বাড়িতে বেড়াতে আসেন। রাতে স্থানীয় বাজার থেকে ফিরে পিংকির স্বামী রামপ্রসাদ ঘরের মধ্যে একই ওড়নায় তার স্ত্রী ও সাগরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইউএনবি