এই সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছে : মওদুদ

November 09 2019, 09:26

এই সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদ শামীম-এর অর্থ কিছুই না অনেক গভীরে দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে এই সরকার বাংলাদেশকে কখনো ফিরিয়ে আনতে পারবে না এবং তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছেন।

শনিবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎসজীবী দল কতৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিএনপির স্থায়ী কমিটির সাদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

ঘূর্ণিঝড় বুলবুল প্রসঙ্গে মওদুদ বলেন, এই যে ঘূর্ণিঝড় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। এর মোকাবেলায় আমাদের জানামতে সরকার কোন যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বলেন, আজকে ঘূর্ণিঝড় আঘাত করলে আমাদের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই অবস্থায় আমরা অতীতেও দেখেছি সরকারের অবহেলার কারণে আমাদের দরিদ্র জনগোষ্ঠী এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মওদুদ বলেন, সরকার শুধু উন্নয়নের রোল মডেল বলে গলা ফাটাচ্ছেন। কিন্তু কিসের উন্নয়নের রোল মডেল? ১৫ মিনিট বৃষ্টি হলে যে দেশের রাজধানী পানির নিচে চলে যায় এটাকে বলে উন্নয়নের রোল মডেল? যে রাজধানীতে এক কিলোমিটার রাস্তা যেতে ৪৫ মিনিট সময় লাগে এটা নাকি উন্নয়নের মডেল। কে বিশ্বাস করবে একথা? কেউ বিশ্বাস করবে না।

তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ মডেল। তবে সেটা গণতন্ত্রহীনতার মডেল, জবাবদিহীহীনতার মডেল, বিচারহীনতার মডেল, নারী-শিশু নির্যাতনের মডেল, নারী শিশু ধর্ষণের মডেল।

৭ নভেম্বর শহীদ জিয়া ক্যান্টনমেন্টে তার বাস ভবনে বন্দী ছিলেন মন্তব্য করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, সিপাহী জনতা তাকে মুক্ত করে এনে ক্ষমতায় বসিয়েছেন। তিনি কোন ক্রু করেননি, কোন নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। শহীদ জিয়া সংবিধান কে বাতিল করেননি, শহীদ জিয়া সামরিক আইন জারি করেননি। শহীদ জিয়া সংসদ বাতিল করেননি। ১৯৭৫ সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন এই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদ। এই আওয়ামী লীগ মিথ্যাচার করে। তিনি বলেন, অন্য সব কারণ বাদ দিলেও স্বাধীনতার ঘোষণা ও দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এই দুটি কারণে শহীদ জিয়া বাংলাদেশে অমর হয়ে থাকবে।

আইনের শাসন বলতে দেশে কিছু নাই মন্তব্য করে বিএনপি’র এই নীতিনির্ধারক বলেন, আজকে আমাদের নেত্রী দেড় বছর যাবত একটি ভুয়া কারাবন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন, সরকারের প্রভাবের কারণে বিচারপতিরা স্বাধীনভাবে, মুক্তভাবে কাজ করতে পারছে না। যে যত কথাই বলুক আজকে এ কথাটা সত্যি। যার ফলে বিচারালয় এত ভয়-ভীতি প্রবেশ করেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মওদুদ বলেন, গত ১০ বছর যাবত যতবার তিনি ভারতে যান শুধু দিয়ে আসেন কিছু নিয়ে আসেন না। কেন? শুধু ক্ষমতা থাকার জন্য। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়াকরে এটা করবেন না। এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। বিএনপি’র এই নীতিনির্ধারক আরও বলেন, আমি সরকারের প্রতি আবেদন জানাবো আপনারা ক্ষমতায় থাকার জন্য যা খুশি করেন কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে দিয়েন না। এটা ঠিক হবে না।