ঋণের বোঝা সইতে না পেরে যশোরে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’
ঋণের বোঝা সইতে না পেরে যশোরে চলন্ত ট্রেনের লাইনে মাথা দিয়ে নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত সিরাজুল ইসলাম সিরাজ (৫০) যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, সিরাজের হাতে তার ভাই, ভাইপো ও ছেলের মোবাইল নম্বরসহ একটি চিরকুট লেখা ছিল। মোবাইল নম্বর দিয়ে মৃত্যুর পর বাড়িতে খবর দেয়ার জন্য তিনি চিরকুটে উল্লেখ করেছিলেন। তিনি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন। পাওনাদার টাকা চাওয়ায় তিনি অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না। সূত্র : ইউএনবি।