উহানে করোনা ভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু
চীনের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার মার্কিন দূতাবাস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দূতাবাসের মুখপাত্র এএফপি’কে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক মার্কিন নাগরিক ৬ ফেব্রুয়ারি চীনের উহান নগরীর একটি হাসপাতালে মারা গেছেন। তবে সে নারী না পুরুষ তা উল্লেখ করা হয়নি।
দূতাবাসের ওই মুখপাত্র বলেন, তার মৃত্যুতে ‘আমরা পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।’
তিনি আরো বলেন, পরিবারটির গোপনীয়তা রক্ষার স্বার্থে এ ব্যাপারে আর কিছু জানানো হবে না।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনা ভাইরাসে কমপক্ষে ৭২২ জনের মৃত্যু এবং ৩৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।