‘উন্মুক্ত স্থানে ময়লা ফেললে ওয়াসাকেও জরিমানা’

June 21 2020, 08:26

উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (২১ জুন) ডিএসসিসির দুটি স্পটে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে গত ১৪ জুন বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে সেই দিন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস খিলগাঁওয়ের সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিল (জলাশয়) পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করেন।