উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে ৮ পুলিশ নিহত

ভারতের উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে পুলিশের ৮ সদস্যর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো শুক্রবার (০৩ জুলাই) সকালে এ খবর প্রকাশ করেছে।
মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন তিনজন সাব ইন্সপেক্টর ও চারজন কনস্টেবল।
প্রদেশের রাজধানীর লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে কানপুরের দিকরু জেলায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিকাশ দেবু নামে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা অন্তত ৬০ মামলার আসামিকে গ্রেফতারে অভিযানে যান স্থানীয় তিনটি থানার পুলিশ সদস্যরা। নতুন আরেকটি হত্যা মামলায় অভিযুক্ত ওই আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।
কানপুর পুলিশ প্রধান দিনেশ কুমার জানান, মূলত আসামিকে গ্রেফতারের উদ্দেশে অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়। এতে পুলিশের ৮ সদস্য নিহত হন।
এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অসতি।