উইঘুরদের ওপর নজরদারির অভিযোগে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল গ্রিজম্যানের

December 11 2020, 08:51

চীনের মুসলিম উইঘুরদের ওপর নজরদারিতে জড়িত থাকার কারণে দেশটির টেলিকম ফার্ম হুয়াওয়ের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছেন বার্সেলোনার ফরাসি ফুটবল তারকা আঁতোয়া গ্রিজম্যান।

খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়, হুয়াওয়ে মুখ চিহ্নিত করা যাওয়ার মতো এমন সফ্টওয়্যার তৈরি করেছে যা উইঘুরদের শনাক্ত করতে পুলিশকে সহায়তা করবে।

হুয়াওয়ে অবশ্য জোরালোভাবে দাবিটি অস্বীকার করেছে এবং বিবিসি’কে জানিয়ে, তারা গ্রিজম্যানের সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন।

দীর্ঘদিন ধরে সংখ্যালঘু উইঘুরদের ওপর অত্যাচার চালিয়ে আসছে চীন। তার জন্য পশ্চিম এশিয়ার জনবহুল দেশটি সমালোচিতও হয়েছে। মনে করা হয়, চীনের সরকার মিলিয়নেরও বেশি উইঘুরকে জিনজিয়াং প্রদেশে আটককৃত অবস্থার মধ্যে রেখেছে। এটিকে ‘পুনঃ-শিক্ষা ক্যাম্প’ বলে জানিয়েছে রাজ্যটি।

বেইজিং অবশ্য ধারাবাহিকভাবে উইঘুরদের ওপর এই অত্যাচারকে অস্বীকার করে আসছে এবং জানিয়েছে এই ক্যাম্প সাজানো হয়েছে বাইরের সন্ত্রাসবাদী হামলা রুখতে এবং কর্মসংস্থান সুবিধার উন্নতি করতে।