ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম লিলি আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলাকান্দা গ্রামে। রোববার সকালে নিজ বাড়ির বসতঘর থেকে মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্যে দুপুরে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই সেলিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে যার যার মতো বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। একটি কক্ষে সেলিমের চার বছরের ছোট ছেলে আলিফকে নিয়ে স্কুলছাত্রী লিলিও ঘুমাতে যায়। ভোরে আলিফের কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে তাদের। পরে ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করলে আলিফের কান্না ছাড়া লিলির কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে লিলিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখা যায়।
নিহত লিলি আক্তার উপজেলার সরিষা ইউনিয়নের চাপিলাকান্দা গ্রামের মৃত মীর হোসেনের মেয়ে ও কাছিমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে রোববার সকালে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।