ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

October 22 2020, 09:54

জামালপুরের ইসলামপুরে খালের পানিতে ডুবে আবু বক্কর (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সে ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খালের কিনারায় খেলা করছিল বক্কর। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির খালের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. শাহ্ আলম মৃত ঘোষণা করেন।