ইরানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : মাহাথির
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরওপ করা নিষেধাজ্ঞাগুলোকে জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল শনিবার কাতারে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ সুস্পষ্ট অবস্থান নেন।
৯৪ বছর বয়সী এ প্রধানমন্ত্রী বলেছেন ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পুনর্বহালকে মালয়েশিয়া সমর্থন করে না। এ নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসঙ্ঘই কেবল তার সনদের সাথে সামঞ্জস্য রেখে (কারো ওপর) নিষেধাজ্ঞা দিতে পারে। সনদ অনুসারে কেবল জাতিসঙ্ঘেরই নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা থাকতে পারে।
মার্কিন এ নিষেধাজ্ঞার ফলে মালয়েশিয়া এবং অন্যান্য দেশ ‘বড় একটি বাজার হারিয়েছে’ বলেও মন্তব্য করেন মাহাথির মোহাম্মদ। ‘দোহা ফোরাম’ নামের এ আন্তর্জাতিক সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিও উপস্থিত ছিলেন।