ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প

July 07 2020, 06:58

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সর্তকতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ জুলাই) এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিলো জাভা প্রদেশের বাতাং থেকে ৯৪ কিলোমিটার উত্তরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৫২৮ কিলোমিটার।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-তত্ত্ব সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ১। যা সুনামি সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট নয়।

ডারিয়োনো নামে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় তার কম্পন বেশি অনুভূত হয়নি।