ইন্দোনেশিয়ার ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধারের ঘোষণা

April 30 2021, 16:19

ইন্দোনেশিয়ার বালি উপকূলে ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির নৌবাহিনীর প্রধান ইউদো মারজোনো এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধারের জন্য সম্ভাব্য অপশনগুলোর মধ্যে রয়েছে- উচ্চশক্তিযুক্ত চুম্বক ও এয়ার বেলুনের মাধ্যমে কাজ করা। তবে কীভাবে এবং কখন টুকরো হয়ে যাওয়া ওই সাবমেরিনটি ভূপৃষ্ঠে আনা হবে তা এখনও অনিশ্চিত।

উল্লেখ্য, গত শনিবার ভোরে কেআরআই নাঙ্গালা ৪০২ নামের এই সাবমেরিনটি বালি দ্বীপের উপকুলের নিকটবর্তী সমুদ্রে একটি মহড়ায় অংশ নিচ্ছিল। পরে বুধবার সকালে টর্পেডো মহড়ার অনুমতি চাওয়ার কিছু ক্ষণ পরই হঠাৎ করে সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়।
এতে ওই সাবমেরিনে থাকা ৫৩ নাবিকেরই মৃত্যু হয়েছে। এবং সাবমেরিনটির তিন টুকরো ধ্বংসাবশেষ কোথায় আছে তা শনাক্ত করা হয়। সূত্র : আল জাজিরা।