ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

June 27 2020, 15:27

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও পত্রিকাটির প্রতিবেদক সেলিম সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার (২৭ জুন) গুলশান থানায় ব্যারিস্টার সৌমিত্র সরকার বাদি হয়ে এ মামলা (নম্বর-২২) দায়ের করেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইনকিলাবে ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে মানবপাচারে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়িয়ে নানা মন্তব্য করা হয়। এ পরিপ্রেক্ষিতে মামলা করা হয় বলে জানা গেছে।