ইদলিবের আকাশপথ বন্ধ ঘোষণা সিরিয়ার
উত্তর-পশ্চিম ইদলিবের আকাশপথ বন্ধ করে দিয়েছে সিরিয়ার সরকার। ওই অঞ্চলে একটি সিরীয় বিমান ভূপাতিত করার পরস্পরবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাশার আল আসাদ প্রশাসন।
এর আগে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোববার ইদলিবে একটি সরকারী বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এদিকে সিরীয় বার্তা সংস্থা সানা এ খবর অস্বীকার করেছে। বরং ভূপাতিত বিমানটি তুরস্কের ড্রোন বলে দাবি করেছে তারা। ইদলিবের সারাকিব শহরে সেটি ভূপাতিত হয়েছে বলেও জানায় সানা।
সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে সানা জানিয়েছে, ‘সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল, বিশেষত ইদলিব প্রদেশের উপর দিয়ে যে কোনো ধরণের বিমান চলাচল বন্ধ করার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যদি কেউ এ নির্দেশনা লঙ্ঘন করে তাহলে সেই বিমানকে শত্রুপক্ষের হিসেবে চিহ্নিত করে গুলি চালিয়ে ভূপাতিত করা হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী রাশিয়ার বিমানবাহিনী দ্বারা সমর্থিত। তারা তুরস্কের সমর্থিত বিরোধী বাহিনী থেকে ইদলিবকে মুক্ত করতে অঞ্চলটিতে নতুন করে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
সূত্র : আলজাজিরা