ইতালিতে করোনা-মৃত্যু ছাড়াল ২০,০০০

April 14 2020, 04:36

দেশে দেশে লকডাউনের মধ্যে বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস সংক্রমণ। মঙ্গলবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত ১৯ লাখ ছাড়িয়ে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৬১৮ জন। এদিকে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বে এই মারণ ভাইরাসে মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৬৮২ জন।

বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্প্রতি আমেরিকায় করোনা মৃত্যু ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সোমবার সেই তালিকায় যুক্ত হলো ইতালির নাম। এই মারণ ভাইরাসে সে দেশে আরো ৫৬৬ জনের মৃত্যুর ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০,৪৫৫। এ ছাড়া আরও ৩,১৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯,৫১৬ জন। মঙ্গলবার সকালে ইতালিতে মৃত্যু দাঁড়ায় ২০ হাজার ৪৬৫

করোনা মৃত্যু মিছিলে অবশ্য এখনো শীর্ষে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশে এখনও এখন পর্যন্ত ২৩,৬৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা নিউ ইয়র্ক প্রদেশের। আমেরিকায় মোট মৃত্যুর প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। এ পর্যন্ত সেখানে ১০ হাজার মানুষ মারা গিয়েছেন। মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বিশ্বের মধ্যে আমেরিকাতেই সর্বাধিক। সবমিলিয়ে আমেরিকায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার। এর মধ্যে নিউ ইয়র্কেই আক্রান্ত ১ লক্ষ ৯০ হাজার ২৮৮ জন।

এ দিকে, স্পেন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৬২৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৯ জনের। মৃত্যু মিছিলে তারা আছে তিন নম্বরে। আর আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। আর ফ্রান্সে একদিনে মারা গিয়েছে ৫৭৪ জন। ফলে সে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ৯৬৭। পঞ্চম দেশ হিসেবে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৩২৯ জন। সংক্রমণ রুখতে আগামী ১১ মে পর্যন্ত ফ্রান্সে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।