ইংল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো নিউজিল্যান্ড
দ্বিতীয় টি-২০তে জিতে সিরিজে সমতায় ফিরলো নিউজিল্যান্ড। ২১ রানে জিতে কিউইরা। এর আগে প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে ইংল্যান্ড।
আজ টস জিতে ফিল্ডিংয়ে নামে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরো। এরপর টিম সেইফার্ট।
দুই উইকেটের পতনের পর ওপেনার মার্টিন গাপ্টিলের সাথে জুটি বাঁধেন কলিন ডি গ্রান্ডহোম। কিন্তু দলীয় ৮৫ রানে সাজঘরে ফিরেন আদিল রশিদের বলে। ধারাবাহিক উইকেট পতনের ফলে দলের সংগ্রহ ২০ ওভারে দাঁড়ায় ১৭৬ রান। সর্বোচ্চ ৪২ রান করেন জেমস নিশাম।
সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ক্রিস জর্ডান।
১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শূন্যতেই ফিরেন জনি বেয়ারস্টো। পরের ওভারেই ফিরেন জেমস ভিন্স।
ইয়ন মরগান (৩২), ডাউড মালান (৩৯) ও ক্রিস জর্ডান (৩৬)- এই তিনজনই কেবল কিউই বোলারদের মোকাবেলা করেন। বাকিরা তেমন কোনো অবদানই রাখতে পারেননি। ৪ রান করেই সাজঘরে ফিরেছেন তিন ব্যাটসম্যান।
১৫৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন মিচেল স্যাটনার। দুটি করে উইকেট নেন টিম সাউদি, লকি ফারগুসেন ও ইশ সোদি।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচটি হবে আগামী ৫ নভেম্বর।