‘আয়মান সাদিকের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’

July 07 2020, 11:04

টেন মিনিট স্কুলের সাবেক এক কর্মীর সমকামিতা সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসের জেরে হত্যার হুমকি দেওয়া হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে।

এ বিষয়ে আয়মান সাদিক লিখিত অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ট ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, ‘আয়মান সাদিক ও টেন মিনিট স্কুলকে হুমকি দিয়ে তৈরি করা ভিডিওগুলো দেখে আমরা আয়মানের সঙ্গে যোগাযোগ করেছি। এই ভিডিওগুলো কারা তৈরি করছে এবং কারা ছড়াচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সম্প্রতি আয়মান সাদিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে তিনি ও তার পরিবারের আতঙ্কের বিষয়টি তুলে ধরেন।

সেখানে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে তাকে ‘মুরতাদ’ আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

কয়েকদিন আগে বিদেশে থাকা টেন মিনিট স্কুলের সাবেক এক কর্মী সমকামিতা সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এছাড়া, টেন মিনিট স্কুল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে মেয়েদের স্বাস্থ্য শিক্ষার বিষয়ে সচেতন করা হয়। কিন্তু প্রবল আপত্তির মুখে টেন মিনিট স্কুল অনলাইন প্লাটফর্ম থেকে তাদের এ ভিডিও সরিয়ে নেয়। পরে আয়মান সাদিক টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ক্ষমা প্রার্থনা করেন।