আশরাফ গনি আবারো আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

December 22 2019, 11:15

আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে পুননির্বাচিত হয়েছেন আশরাফ গনি। ২৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায় ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

ফলাফলে দেখা যায়, আশরাফ গানির প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ৩৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন।

তবে আবদুল্লাহ আবদুল্লাহ এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এটা স্পষ্টরূপে জানাতে চাই…আমাদের ন্যায়সংগত দাবী পূরণ হওয়া পর্যন্ত আমরা এ ফলাফল মেনে নেব না।

পাঁচ বছর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে, গণি এবং আবদুল্লাহ ফলাফল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েছিলেন যা কয়েক মাসের জন্য রাজনৈতিক অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায়েছিল। বিবিসি।