আর্মেনিয়ার আরো ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো আজেরি

আজারবাইজানের সেনাবাহিনী আজ শুক্রবার আরো একটি আর্মেনিয় মর্টার ফায়ারিং পয়েন্ট ধ্বংস করেছে বলে জানিয়েছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আর্মেনিয়ার দখলকৃত তাতার এলাকার গোয়ার্ক গ্রামের মর্টার ফায়ারিং পয়েন্ট আজরবাইজানের বাহিনী সফলভাবে ধ্বংস করে।
মন্ত্রণালয় এর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে।
২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুইদফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয় নি। অবশ্য, এখনো শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র : ইয়েনি শাফাক