আরিচা ঘাটে হোটেলের পেছন থেকে লাশ উদ্ধার

October 19 2019, 11:28

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের বৈশাখী হোটেলের পেছনের জঙ্গল থেকে আজিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

মেহেদী রাঙানো শশ্রুধারী ওই ব্যক্তির পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা-নীল চেক লুঙ্গি। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও পা বাঁধা এবং পাশে পাটের তৈরি একটি খালি বস্তা পাওয়া যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, লাশের আঙ্গুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয় পত্র এনআইডি প্রোগ্রাম তথ্য ভান্ডার থেকে আজিম উদ্দিনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা গ্রামের সোলায়মানের পুত্র। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও ইসলামিয়া বোডিং ম্যানেজার লিটন খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

পুলিশ আরোও জানায়, লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।