আবারও ক্ষমতায় সু চির দল

November 13 2020, 13:01

মিয়ানমারে আবারও ক্ষমতায় এসেছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। শুক্রবার ঘোষিত ফল অনুযায়ী এনএলডি পেয়েছে ৩৪৬ আসন। সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ছিল ৩২২ আসন।

এর আগে বৃহস্পতিবার প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে সু চি তার দলকে বিজয়ী বলে দাবি করেছিলেন। তবে সেনা সমর্থিত বিরোধী দল পুনর্নির্বাচন দাবি করেছে।

এনএলডির মুখপাত্র মনিওয়া অং শিন জানিয়েছেন, ‘একক সংখ্যাগরিষ্ঠ’ বিজয়ে এটাই প্রমাণিত হয়েছে জনগণ দলকে সমর্থন দিচ্ছে। তবে এরপরও এনএলডি জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বলে জানিয়েছেন তিনি।

এনএলডি জানিয়েছে, তারা জাতিগত সংখ্যালঘুদের দলগুলোকে তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাবে। এর আগের অর্থাৎ ২০১৫ সালের নির্বাচনে অবশ্য এ ধরনের আমন্ত্রণ জানানো হয়নি।

ইতোমধ্যে ভারত, জাপান ও সিঙ্গাপুর পৃথক বার্তায় সু চিকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে।