আবরার হত্যা মামলার চার্জশিট নিখুঁত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

October 19 2019, 16:32

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে ‘দু:খজনক’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার বলেছেন, তদন্ত সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত চার্জশিট প্রস্তুতের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আবরার হত্যা দু:খজনক ঘটনা। এতে আমরা বিস্মিত হয়েছি। এ হত্যা মামলায় ইতিমধ্যে নির্ভুল অভিযোগপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’

হত্যার বিষয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

ইউসিবি জনতার সংসদ বিতর্কটির শিরোনাম ছিল ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’। যার আয়োজনে ছিল ডিবেট ফর ডেমক্রেসি।

প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) গত ৬ অক্টোবর রাতে শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

এ ঘটনার পরের দিন আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত ১৬ আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আবরার হত্যা মামলার তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি)।

দুর্নীতি ও টেন্ডার জালিয়াতির বিরুদ্ধে চলমান অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, টেন্ডার জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের সাথে যারাই জড়িত থাকুক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না। ‘আমরা নিশ্চিতভাবে টেন্ডার কারসাজি ও দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনবো।’

দুর্নীতি দমন ও দেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি এমন সুশাসন প্রতিষ্ঠা করতে চান, যার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে।’

মন্ত্রী আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে কেউ অপকর্মে জড়িত হওয়ার সাহস না করে। ‘যেখানেই দুর্নীতি ও অনিয়ম হবে, সেখানেই অভিযান চালানো হবে। আমরা কোনো নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয়কে লক্ষ্যবস্তু করছি না।’ সূত্র : ইউএনবি