আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ২

November 09 2020, 09:40

আফগানিস্তানের গোলযোগপূর্ন কান্দাহার প্রদেশে বড় ধরণের গাড়ি বোমা হামলায় হামলাকারীসহ অন্তত দুইজন নিহত হয়েছে। কান্দাহার প্রদেশের মাইওয়ান্ড জেলায় রোববার রাতে এ হামলা চালানো হয়। হামলায় আরো ১৬ জন আহত হয়। স্থানীয় পুলিশ সোমবার এ খবর নিশ্চিত করেন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল বারাকজাই বলেন, রোববার রাত আটটার দিকে মাইওয়ান্ড জেলায় গাড়ি বোমা হামলায় একজন নারী নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। পরে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছেও বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বেসরকারি সূত্র বলছে, হাইওয়ে পুলিশ ক্যাম্পে চালানো এ গাড়ি বোমা হামলায় ১৩ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। বড় ধরণের হামলা হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। বাসস