আফগানিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ২৪

October 25 2020, 18:15

আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৪ জন। ঘটনায় আহত হয়েছেন আরো ৫৭ জন। শনিবার দেশটির রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আধুনিক শিক্ষাকেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তবে এসময় তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাঁধা দিলে সেখানেই বোমাটি বিস্ফোরণ ঘটায় সে। হামলাটি যে এলাকায় হয়েছে, সেখানে শিয়া মতাবলম্বী মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
এর আগে ২০১৮ সালে কাবুলের এই একই এলাকায় আরেকটি বড় জঙ্গি হামলা হয়েছিল। এতে প্রাণ হারান বহু শিক্ষার্থীসহ তাদের বাবা-মা।