আন্দোলন করলে শাজাহান খান ঢাকায় ঢুকতে পারবেন না : নিক্সন চৌধুরী

December 09 2019, 16:51

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন, আমার বিরুদ্ধে মাদারিপুরে আওয়ামী লীগের নামে যেই বিক্ষোভ মিছিল হয়েছে তার কোনো পরোয়া করি না। কারণ ওরা আওয়ামী লীগ নয় বরং সেখানকার সংসদ সদস্য শাজাহান খানের পকেট কমিটির লোক। ওদের জবাবে আমার লোকরা কোনো বিক্ষোভ করবে না। কারণ আন্দোলন করলে উনি (শাজাহান খান) ঢাকায় ঢুকতে পারবেন না। আমি বরং উনার বিচার চাইবো। কারণ শাজাহান খান একজন দুর্নীতিবাজ।

সম্প্রতি মাদারিপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ প্রসঙ্গে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী আজ সোমবার সাংবাদিকদের একথা বলেন।

এর আগে গত বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি সমাবেশে বক্তব্যকালে তিনি শাজাহান খানকে উদ্দেশ করে উত্তেজনাকর বক্তব্য দেন। সেখানে তিনি শাজাহান খানকে কাগুজে বাঘ হিসেবে উল্লেখ করে বলেন, ‘পাশের উপজেলায় একটি কাগুজে বাঘ আছে। এই এলাকার বাঘটা (কাজী জাফরউল্লাহ্) ধইরা খাঁচায় ঢুকাইছি, এবার মাদারিপুরের বাঘটাকে ধরবো। যদি সাহস থাকে তাহলে নিক্সন চৌধুরীর মোকাবেলা করুন।’

এর প্রতিবাদে মাদারিপুরে শাজাহান খানের উপস্থিতিতে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এব্যাপারে এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, ‘মাদারিপুর থেকে খাল কাটার একটি টেন্ডার হয়েছে মাদারিপুরের অংশে। কিন্তু উনি খাল কাটবেন আমার ফরিদপুরের ভাঙ্গায়। সেখানে আমার মসজিদ-মন্দির অছে। ঘরবাড়ি আছে। এখানে এক কোদাল মাটি কাটলে শাজাহান খানের বাড়ির একশ’ কোদাল মাটি কেটে আনবো। সে যতো বড় সন্ত্রাসীই আসুক।’

খাল কাটার ওই কাজ শাহজাহান খানের আপন ভাই হাফেজুর রহমান খান পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ওনার তো সবই লাগে। ওনার একভাই কন্ট্রাক্টর, আরেক ভাই উপজেলা চেয়ারম্যান। উনি নিজে এমপি। ওনার স্ত্রী মহিলা এমপি। ওনার ছেলে পৌরসভা ছাত্রলীগের সভাপতি।’

শাহজাহান খান জাসদ করতেন উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করেছেন তিনি। অস্ত্র মামলায় তার পাঁচ বছরের সাজাও হয়েছিলো।’

এদিকে, গত বৃহস্পতিবার ভাঙ্গার জনসভায় দেয়া নিক্সন চৌধুরীর বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। ওই বক্তব্যে তিনি শাজাহান খানকে হুশিয়ারী দিয়ে বলেন, ‘আমার সাথে খেলতে আইসেন না। জন্মের পর আমার বাপে আমারে প্লেয়ার বানাইছে। তাই আমরাও খেলতে জানি।’

তবে এব্যাপারে শাজাহান খানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।