আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেপ্তার

September 11 2020, 08:54

 

রাজধানীর দারুস সালাম থানার শাহআলী মাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব‌্যক্তিরা হলেন, অমিত হোসাইন ওরফে আবুল কালাম, আলামিন ওরফে তারিক, মনিরুজ্জামান ওরফে রতন ও শিহাব উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথমে অমিতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে দারুস সালাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চারজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।