আত্রাইয়ে ভটভটি উল্টে চালক নিহত

October 29 2019, 08:16

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে গোরফান (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। নিহত গোরফান বাগমারা উপজেলার বলশিং গ্রামের আব্দুল মমিনের ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজ্রপুর সিংসাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আত্রাই থানার ওসি মো: মোসলেম উদ্দিন জানান, নিহত গোরফান সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি চালিয়ে ভবানীগঞ্জ যাচ্ছিলেন। পথে উপজেলার সিংসাড়া মোড় এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।