আতঙ্কে রাজপ্রাসাদ ছাড়লেন রানী এলিজাবেথ

March 17 2020, 05:50

করোনা ভাইরাস আতঙ্কে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে দেশটির রানী দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেয়া হয়েছে। আপাতত স্বামী ফিলিপকে নিয়ে উইন্ডসর ক্যাসেলে উঠেছেন তিনি। সাময়িক সময়ের জন্য সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত এক সপ্তাহ ধরেই বাইরের কারও সাথে দেখা করছিলেন না ৯৪ বছরের রানী দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি ব্রিটেনের চেশায়ার ও ক্যামডেন শহরে পূর্বনির্ধারিত সফরও বাতিল করেন তিনি। এর মধ্যেই তাকে প্রাসাদ থেকে সরিয়ে নেয়ার ঘটনায় বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ উভয়েই সুস্থ আছেন। তবে লন্ডনে, বিশেষ করে রাজপ্রাসাদ এলাকায় ঘুরতে যান বিপুলসংখ্যক পর্যটক। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ওই ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাকিংহাম প্যালেস থেকে রানির বর্তমান আবাসস্থল উইন্ডসর ক্যাসেলের দূরত্ব প্রায় ২৫ মাইল। ওই এলাকায় পর্যটকদের ভিড়ও তুলনামূলক কম।