আট হাজার পরিবারকে খাবার দিলো কুমিল্লা সিটি কর্পোরেশন

March 30 2020, 14:40

কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ২৭ টি ওয়ার্ডের আট হাজার নিন্ম আয়ের পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার সিটি কর্পোরেশনের কার্যালয় প্রাঙ্গণে সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার ও সিটি মেয়র মো:মনিরুল হক সাক্কু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আকম বাহাউদ্দিন বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আমরা করোনা সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ করছি।

সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেন, নগরীর ২৭ ওয়ার্ডের নিম্ন আয়ের আট হাজার পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবার সামগ্রী বিতরণ করেছি। যার মধ্যে ৮৪ টন চাল, ১২ টন আলু, ৪ টন পেয়াজ, মসুর ডাল ৮ টন,তেল ৪ টন রয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে কাউন্সিলরসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।