আগামী ডাকসু নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানালেন ভিপি নুর

February 18 2020, 13:13

আর মাত্র ৩৫ দিন পর শেষ হতে যাচ্ছে গতবা‌রের নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদকাল। তবে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোরও কোনো কর্মতৎপরতা ও আগ্রহ এ পর্যন্ত চোখে পড়ছে না।

ডাকসু সূ‌ত্রে জানা যায়, সর্বশেষ ডাকসুর বৈঠকে বর্তমান সমাজসেবা সম্পাদক আকতার হোসেন আগামীর নির্বাচনের বিষয়ে ঢা‌বি ভি‌সির দৃষ্টি আকর্ষণ করলেও কোনো মন্তব্য করেননি তিনি।

শিক্ষার্থীদের বিপুল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা নুরুল হক নুর। নির্বাচিত হয়ে তিনি বাধার মুখে কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারেননি। আর ডাকসুর জন্য বরাদ্দকৃত টাকাও তিনি ডাকসুর উন্নয়নে ব্যয় করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ডাকসুতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সংখ্যাগরিষ্ঠ থাকায় এর কার্যক্রম পরিচালনায় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ তার।

জানতে চাইলে ভিপি নুর দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘আমি চাই নতুনদের মধ্যে আগ্রহ তৈরি হোক। নতুনদের মাঝখান থেকে নেতৃত্ব উঠে আসুক। আমরা পুরোনোরা যদি পদ আঁকড়ে থাকি তাহলে তো নতুনরা আগ্রহ হারিয়ে ফেলবে।’

নূর ব‌লেন, ‘যেহেতু আমি একটা সংগঠন করি সেখানে আরো অনেক নেতৃত্ব দেয়ার মতো উপযুক্ত ব্যক্তি আছেন। সেখান থেকে আমি চাচ্ছি আগামীর নেতৃত্বের জন্য ডাকসু নির্বাচনে অংশ নিক।’