আকবরকে পিবিআই’র কাছে হস্তান্তর, গ্রেফতার নিয়ে যা বললো পুলিশ

November 09 2020, 16:44

এসআই (সাময়িক বরখাস্তকৃত) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সোমবার রাত ৯টার দিকে পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টায় এ সম্পর্কে সংবাদ সম্মেলন করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

তিনি জানিয়েছেন, ৩ দিন ধরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সোমবার সকাল ৯টায় সাদা পোশাকে সিলেট জেলা পুলিশ আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশের কাছে খবর আসে, আকবর ভারতে পালিয়ে যেতে পারে। এ খবর পেয়েই কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়। আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম।

প্রেস ব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন ডিআইজি মফিজ উদ্দিন। তিনি বলেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। অপরাধী যেই হোক, যে বাহিনীর-ই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। এই খবর শুনে কার্যালয়ের সামনে উৎসুক জনতার ভীড় করেন। এ সময় শতশত মানুষ আকবরের ফাঁসি দাবি করে স্লোগান দিতে থাকেন।