আইসোলেশন সেন্টারে যোগ দেননি: ১০ চিকিৎসক চাকরিচ্যুত

June 16 2020, 14:38

চট্টগ্রাম মহানগরীতে স্থাপিত করোনা আইসোলেশন সেন্টারে কাজে যোগ না দেওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১০ জন চিকিৎসককে চাকুরচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এক দাপ্তরিক আদেশে ওই চিকিৎসকদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

চসিক সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীতে চসিকের উদ্যেগে আগ্রাবাদ সিটি হল কনভেনশন সেন্টারে গড়ে তোলা হয়েছে করোনা রোগীদের আইসোলেশন সেন্টার। এই সেন্টারে দ্বিগুণ বেতন ও আরও নানা প্রণোদনা সুবিধা দিয়ে চিকিৎসকদের পদায়ন করা হয়।

তবে মেয়রের নির্দেশনা সত্ত্বেও ১০ জন চিকিৎসক আদেশ অমান্য করে করোনা আইসোলেশন সেন্টারে কাজে যোগদান করেননি। চিকিৎসক যোগদান না করায় আইসোলেশন সেন্টারটিও চালু করতে পারেনি চসিক।

এই অবস্থায় কাজে যোগ না দেওয়া ১০ জন চিকিৎসককে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত মেডিক্যাল অফিসাররা হলেন- মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ডা. ফরিদুল আলম, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. সেলিনা আক্তার, ডা. বিজয় তালুকদার, ডা. মোহন দাশ, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. সন্দিপন রুদ্র, ডা. হিমেল আচার্য্য ও ডা. প্রসেনজিৎ মিত্র।