আইজিপি হলেন বেনজীর, র‌্যাব ডিজি মামুন

April 08 2020, 10:26

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বেনজীর আহমেদ ড. জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।

পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের নতুন ডিজি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের নিয়োগ ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।