আইইডিসিআর’র সাথে যোগাযোগ করা যাবে ইমেইল-ফেসবুকেও
করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে এখন থেকে হটলাইনের পাশাপাশি ইমেইল, ফেসবুক ও নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ব রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাথে যোগাযোগ করা যাবে। বুধবার বিকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, হটলাইনে অনেক কল আসছে। একত্রে অনেক কল আসে বলে অনেকেই পান না। ফলে আমরা একটি ফেসবুক একাউন্ট ও একটি ই-মেইল একাউন্ট খোলা হয়েছে। যাদের ফেসবুক ও ই-মেইলে যোগাযোগ করতে পারেন তারা দয়া করে হটলাইনে কল করবেন না। হটলাইনটি থাকবে শুধুমাত্র যারা ই-মেইল ও ফেসবুকে যোগাযোগের সুযোগ নেই অথবা ব্যবহার করতে পারেন না তাদের জন্য থাকবে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, যারা ব্যবহার করতে পারেন তাদের জন্য ই-মেইল ও ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করা অনেক বেশি সহজ হবে। আইইডিসিআর’র ফেসবুক একাউন্টটি হলো- (iedcr,covid-19controol room)এবং ই-মেইল একাউন্টটি হলো (iedcrcovid19@gmail.com)।
বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছে ১৪জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩জন।