অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে পুকুরে গিয়ে পড়ল বাস

November 09 2019, 02:15

সুবর্ণচর উপজেলার কালুগাজির পুকুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে একটি বাস পুকুরে পড়েছে। চর জব্বার থানার ওসি সায়েদুর রহমান জানান, ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, হাতিয়া উপজেলা থেকে সুবর্ণ পরিবহনের বাসটি বরযাত্রী নিয়ে সুবর্ণচর উপজেলায় যাচ্ছিল।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, মাইজদি ফায়ার স্টেশন এবং সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। উদ্ধার কাজ চলছে। সূত্র : ইউএনবি