অবরুদ্ধ গাজায় ১,০০০ কোয়ারেন্টাইন নির্মাণ

April 11 2020, 10:08

১৪ বছর ধরে ইসরাইলি কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকার হামাস সরকার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য এক হাজার ইউনিটের আবাসস্থল তৈরি করেছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়াদ আল-বাজম শুক্রবার এ খবর জানিয়ে বলেছেন, উপত্যকার প্রকৌশলী ও কর্মীরা রাতদিন পরিশ্রম করে মাত্র দুই সপ্তাহের মধ্যে ২৭ হাজার বর্গমিটার জায়গার ওপর এক হাজার করোনা ইউনিট তৈরি করতে সক্ষম হয়েছেন। গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে জনমানবহীন প্রান্তরে এসব ইউনিট নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।

বাজম বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

গাজা উপত্যকায় করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সেখানে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা করোনা ভাইরাসের প্রকোপের এই দুঃসময়ে ওই উপত্যকার ওপর থেকে ইসরাইলি কঠোর অবরোধ তুলে দিতে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযাযী, এ পর্যন্ত ২৬৩ ফিলিস্তিনি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পার্সটুডে।