অপেক্ষা শেষে মুশফিকের সেঞ্চুরি উদযাপন

February 24 2020, 06:27

সেঞ্চুরি করতে প্রয়োজন ছিল মাত্র ১ রানের। কিন্তু মধ্যাহ্নের বিরতির সময় হওয়ায় ১ রান বাকি রেখেই চলে যেতে হয়েছিল মুশফিকুর রহিমকে। অবশেষে লম্বা বিরতির পর সেই কাঙ্ক্ষিত উদযাপন সম্পন্ন করলেন তিনি। না, এক রান নয়, বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক।

১৬০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ১৭টি বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এর আগে সকালে সেঞ্চুরি করেছেন তার সঙ্গী টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। অধিনায়ক হিসেবে আজ প্রথম শতক করেছেন তিনি। ডোনাল্ড ত্রিপানোর করা ৮৩তম ওভারের তৃতীয় বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন।

মুমিনুল শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।