অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি: প্রধানমন্ত্রী

September 09 2020, 13:45

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী কোন দলের, কে কোন দল করে, সেটা আমি বিচার করি না। আমি অপরাধীকে সবসময় অপরাধী হিসেবেই দেখি। সে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয় তাকে আমি ছাড়িনি, ছাড়বো না। এটা আমার নীতি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন-অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। আসলে বিষয়টা কী, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আরও কী কী ঘটনা থাকতে পারে, সেগুলো যথাযথভাবে দেখা হচ্ছে। তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসাসহ চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন এধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। অপরাধ যে করে এবং অপরাধীকে যারা রক্ষা করে তারা সমান দোষী।