বাকৃবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

October 02 2021, 15:06

দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়।

বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, বাকৃবি কেন্দ্রে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার ৭০ জন ভর্তিচ্ছু অংশ নেওয়ার কথা রয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভর্তিচ্ছুরা ঢাবির ১৩টি অনুষদে ভর্তি হতে ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘চ’ ইউনিটে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকায় না গিয়ে ময়মনসিংহে বাড়ির কাছে পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীসহ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।